মিসরে বালুর নিচে তিন হাজার বছরের পুরনো নগরীর সন্ধান
মিসরের দক্ষিণাঞ্চলের লুক্সরে বালুর নিচে হারিয়ে যাওয়া তিন হাজার চারশ বছরের বেশি পুরনো প্রাচীন একটি নগরীর সন্ধান পাওয়া গেছে। মিসরের আর্কিওলোজিক্যাল মিশনের প্রধান জাহি হাওয়াস বৃহস্পতিবার এ কথা জানান।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও আলবালাদ পত্রিকার প্রতিবেদনে এ কথা জানানো হয়।
মিসর-বিষয়ক প্রধান পুরাতত্ত্ববিদ হাওয়াস জানান, ১৮তম ডাইনেস্টির (প্রায় ১৩৮৮-১৩৫১খৃস্টপূর্ব) আমিনহোটেপ তৃতীয়র শাসনকালে এই শহর তৈরি করা হয়েছিল।
রাজা তুতেনখামেনের (১৩৩২-১৩২৩ খৃস্টপূর্ব) মমী আবিষ্কারের পর কয়েক দশক চেষ্টায় এই শহর আবিস্কৃত হলো।
হাওয়াস জানান,‘এই নগরীকে বলা হতো এ্যাসেনসিওন অব এ্যাটন এবং নীল নদের পশ্চিম তীরে লুক্সরে মিশর সম্রাটের প্রধান প্রশাসনিক ও শিল্প অবকাঠামো ছিল। নগরীটি বিভিন্ন সড়ক দিকে বিভক্ত করা ছিল এবং ভবনগুলোর উচ্চতা ছিল তিন মিটার।’
পুরাতত্ত্ব মিশন প্রধান জানান, ২০২০ সালের সেপ্টেম্বরে এখানে খনন কাজ শুরু হয় এবং সেখানে তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয়েছিল।