মিয়ানমারের জান্তাবিরোধী ছায়া সরকারের ‘গণপ্রতিরক্ষা যুদ্ধের’ ডাক
সামরিক জান্তার বিরুদ্ধে ‘গণপ্রতিরক্ষা যুদ্ধের’ ঘোষণা দিয়েছে মিয়ানমারের ছায়া সরকার। বার্তা সংস্থা রয়টার্স ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে এমনটি বলা হয়েছে।
সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিয়ানমার সরকারের সংসদ সদস্যদের নিয়ে গঠিত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের (এনইউজি) ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুওয়া লাশি আজ মঙ্গলবার ফেসবুকে পোস্ট করা ভিডিওবার্তায় এই যুদ্ধের ঘোষণা দেন।
এনইউজি নেতা বলেছেন, ‘জনগণের জীবন ও সম্পদ রক্ষার দায়িত্ব থেকে সামরিক জান্তার বিরুদ্ধে প্রতিরক্ষামূলক যুদ্ধ শুরু হয়েছে। এটা যেহেতু গণবিপ্লব, মিয়ানমারের সব নাগরিককেই মিন অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন সামরিক সন্ত্রাসী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
মিয়ানমারের সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারের পতন হয়। এরপর দেশটিতে সামরিক সরকারের আনুগত্য নাকচ করে আন্দোলন শুরু হয়। ওই আন্দোলন দমনে অস্ত্র প্রয়োগ করে সামরিক বাহিনী। এতে এক হাজারের বেশি মানুষ নিহত হয়।