মিয়ানমারে আবারও অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলি
মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভকারীদের ওপর আজ মঙ্গলবার আবারও নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতাল সূত্রে এ কথা জানা গেছে। খবর বাসসের।
গত ১ ফেব্রুয়ারি দেশটির নেত্রী অং সান সু চিসহ গুরুত্বপূর্ণ নেতাদের আটক করে সেনাবাহিনী। এরপর থেকে তাদের মুক্তির দাবি ও সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে মিয়ানমারে ব্যাপক গণবিক্ষোভ চলছে।
মিয়ানমার কর্তৃপক্ষ বিক্ষোভ দমনে ধীরে ধীরে শক্তি প্রয়োগ বাড়াচ্ছে। টিয়ারগ্যাস, জলকামান, রাবার বুলেটসহ এখন তাজা গুলিও ব্যবহার করছে। গত রোববার বিক্ষোভের সময় সবচেয়ে বেশি রক্ত ঝরার ঘটনা ঘটে। ওইদিন দেশজুড়ে অন্তত ১৮ বিক্ষোভকারী প্রাণ হারায়।
মঙ্গলবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কালে শহরে নিরাপত্তা বাহিনী সরাসরি বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে ২০ জন আহত হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
বিক্ষোভে উত্তাল মিয়ানমারে এ পর্যন্ত এক হাজার ২০০-এর বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে প্রায় ৯০০ জন এখনও আটক রয়েছে।