মিয়ানমারে বিবিসির সাংবাদিক অং থুরা আটক
মিয়ানমারে বিবিসি বার্মিজ ভাষার এক সাংবাদিককে অজ্ঞাত পরিচয়ে সাদা পোষাকের লোকেরা তুলে নিয়ে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় বিবিসি গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বিবিসির টুইটার অ্যাকাউন্টে জানানো হয়, ‘বিবিসি নিউজের বার্মিজ প্রতিবেদক অং থুরাকে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা তুলে নিয়ে যাওয়ায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন।’
বিবিসি জানায়, আজ শুক্রবার দুপুর নাগাদ মিয়ানমারের রাজধানী নেপিদো থেকে তিনি নিখোঁজ হন। তাঁকে খুঁজে বের করতে বিবিসি সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে জানান তারা।
সংবাদমাধ্যমটির পক্ষ থেকে বলা হয় ‘তাকে খুঁজে বের করতে এবং তিনি নিরাপদ আছেন কিনা তা নিশ্চিত করতে আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাই।’
স্থানীয় সংবাদমাধ্যম মিজিমা জানায়, তাদের এক সাংবাদিককেও অং থুরার সঙ্গে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
গত মাসে অভ্যত্থানের পর থেকে মিয়ানমারের সামরিক জান্তা সরকার দুই হাজারেরও বেশি মানুষকে এখন পর্যন্ত আটক করেছে। সেনা সরকারের রোষের শিকার হচ্ছে দেশটির গণমাধ্যমও। পাঁচটি স্থানীয় গণমাধ্যমের লাইসেন্স বাতিল করেছে সরকার। এ ছাড়া সংবাদপত্র কার্যালয়ে তল্লাশি চালানো হচ্ছে। সংবাদ সংগ্রহের কারণে আটক করা হচ্ছে সাংবাদিকদেরও।