মিয়ানমারে সব বেসরকারি পত্রিকা বন্ধ করল জান্তা সরকার
বিশ্ব থেকে আরও বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিক্ষোভে উত্তাল মিয়ানমার। বিক্ষোভ দমন করতে এবার বেসরকারি পত্রিকার প্রকাশনাও বন্ধ করে দিয়েছে জান্তা সরকার।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, আজ বৃহস্পতিবার মিয়ানমারের সর্বশেষ বেসরকারি পত্রিকার প্রকাশ বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ইন্টারনেট সেবা আরো সীমিত করে দেওয়া হয়েছে। মিয়ানমারবাসীকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতেই জান্তা সরকার এসব কৌশল নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে ও দেশটির নোবেলজয়ী নেত্রী অং সান সু চিসহ সামরিক বাহিনীর হাতে আটক রাজনৈতিক নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ চলছে।
চলমান এ বিক্ষোভে এখন পর্যন্ত ২১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স (এএপিপি) নামে একটি অধিকার সংগঠন। তবে নিহতের সংখ্যা আরো বেশি বলে ধারণা করা হচ্ছে।
বিক্ষোভকারীরা যাতে ইন্টারনেট ব্যবহার করতে না পারে সে জন্য জান্তা সরকার অনেক এলাকায় এই সেবা সীমিত করে দিয়েছে। জনসমাগম হয় এমন স্থানে ওয়াইফাই বন্ধ করে দেওয়া হয়েছে। দক্ষিণে দাউইসহ কয়েকটি শহরে ইন্টারনেটে সেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে।
উত্তর-পূর্বাঞ্চলের বেসরকারি তাচিলিক নিউজ এজেন্সি কেবল কাটার ছবি প্রকাশ করেছে। জানা গেছে, প্রতিবেশি থাইল্যান্ডের সঙ্গে ফাইবার সংযোগ বিচ্ছিন্ন করতে এই কেবল কাটা হয়েছে।