মিয়ানমারে সেনা ও গণতন্ত্রপন্থিদের সংঘর্ষ, ভারতের মিজোরামে পালিয়েছে হাজারও মানুষ
মিয়ানমারের চিন প্রদেশের থান্টলাং এলাকায় বার্মিজ সেনা ও গণতন্ত্রপন্থি মিলিশিয়াদের সংঘর্ষের ঘটনায় অন্তত সাড়ে পাঁচ হাজার মানুষ ভারতের মিজোরাম রাজ্যে পালিয়ে গেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংঘর্ষে অন্তত ৩০ জন মিলিশিয়া যোদ্ধা নিহত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মিয়ানমারের সামরিক সরকারবিরোধী চিন রাজ্যের মিলিশিয়া বাহিনী চিন ডিফেন্স ফোর্স।
বার্মিজ সেনারা থান্টলাং এলাকার বাড়িঘরে আগুন দেওয়ায় স্থানীয়দের অনেকে পার্শ্ববর্তী দেশ ভারতের মিজোরামে পালিয়ে যান। চিন রাজ্যের থান্টলাংয়ে হাজার দশেক মানুষের বসবাস। এদের মধ্যে অন্তত সাড়ে পাঁচ হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ভারতের মিজোরামে ঢুকে পড়েছে।
রয়টার্স বলছে, বুধবার বেশকিছু বাড়িঘরে আগুন জ্বলতে দেখা যাচ্ছিল। এ ছাড়া খ্রিস্টান এক ধর্মযাজককে গুলি করে হত্যা করেছে সেনারা।
প্রত্যক্ষদর্শীরা বলছে, সেনাদের আগুন দেওয়া একটি বাড়ি থেকে মানুষকে উদ্ধারের চেষ্টা করছিলেন ওই ধর্মযাজক। এ ছাড়া স্থানীয়দের এলাকা ছাড়া করতে বাড়ি বাড়ি ঢুকে সেনা সদস্যরা গুলি করছিলো বলেও অভিযোগ উঠেছে।
থান্টলাংয়ের একটি মানবাধিকার সংগঠনের কর্মকর্তারা বলেছেন, স্থানীয়দের অধিকাংশই পালিয়ে গেছেন।
অন্য দিকে, ভারতের মিজোরাম রাজ্যের মানবাধিকার কর্মীরা বলছেন, এক সপ্তাহে সাড়ে পাঁচ হাজার মিয়ানমারের নাগরিক তাদের দুটি জেলায় আশ্রয় নিয়েছে।