মিয়ানমারে ১১ জনকে গুলি করে ও পুড়িয়ে হত্যা : রয়টার্স
মিয়ানমারে জান্তা সরকারের বিরোধিতা করায় ১১ জনকে গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। দেশটির সাগাইং অঞ্চলের একটি গ্রামে এ হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে।
স্থানীয়রা বলছেন, সাগাইং অঞ্চলের একটি গ্রামে অনেককে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। তাঁদের মধ্যে কেউ কেউ এখনও বেঁচে আছেন।
এ বিষয়ে ওই এলাকায় কাজ করেন এমন এক স্বেচ্ছাসেবীর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ‘দন তাও’ গ্রামে ওই হত্যাকাণ্ড চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতের লাশের বিভৎস ছবি ছড়িয়ে পড়েছে। মিয়ানমার নাও নামের একটি অনলাইন পোর্টালে এগুলোকে দন তাও গ্রামে নিহতদের মরদেহ বলে উল্লেখ করা হয়েছে।
গত ১ ফেব্রুয়ারি থেকে মিয়ানমারের রাষ্ট্রক্ষমতা দখলে নিয়ে রেখেছে সেনাবাহিনী। নির্বাচনে কারচুপি হয়েছে এমন অভিযোগ এনে গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সু চি’র এনএলডি সরকারকে উৎখাত করে ক্ষমতার দখল নেয় সেনাবাহিনী
অভ্যুত্থানের পর থেকেই সামরিক সরকারের বিপক্ষে সরব মিয়ানমারের লোকজন। এ পর্যন্ত সেনা সদস্যদের হাতে দেশটিতে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।