মুহিউদ্দিন ইয়াসিন বিশ্বাসঘাতকতা করেছেন : মাহাথির
মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে আজ রোববার সকালে শপথ নিয়েছেন মুহিউদ্দিন ইয়াসিন। তবে সদ্য পদত্যাগ করা মাহাথির মোহাম্মদ তাঁর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তুলেছেন।
দীর্ঘ সময় একসঙ্গে রাজনীতি ও সরকার পরিচালনা করা ইয়াসিনের বিরুদ্ধে আজ রোববার সকালে এমন অভিযোগ করেন মাহাথির মোহাম্মদ। বার্তা সংস্থা রয়টার্স ও মালয়েশিয়ার ইংরেজি দৈনিক স্ট্রেইটস টাইমসের খবরে এ কথা জানানো হয়েছে।
ডা. মাহাথির বলেন, ‘মুহিউদ্দিন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এর পেছনে তিনি দীর্ঘসময় ধরে কাজ করেছেন এবং অবশেষে সফল হলেন।’
মাহাথির আরো বলেন, ‘আমরা এমন একজনকে দেখতে যাচ্ছি, যার প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থন নেই।’
৯৪ বছর বয়সী প্রবীণ নেতা মাহাথির মোহাম্মদ বলেন, মালয়েশিয়ার সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত ব্যক্তির অবশ্যই সংখ্যাগরিষ্ঠ সাংসদদের সমর্থন থাকতে হবে।
গত ২৪ ফেব্রুয়ারি আকস্মিকভাবে পদত্যাগ করেন দেশটির ২৪ বছরের প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তবে প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাঁকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করেন দেশটির রাজা।
এরপর গতকাল অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে মুহিউদ্দিন ইয়াসিনের নাম ঘোষণা করেন রাজা। পরে আজ রোববার সকালে মুহিউদ্দিনকে শপথ পড়িয়ে তাঁর হাতে দায়িত্ব তুলে দেন রাজা সুলতান আহমাদ শাহ।