মৃত্যু থামছে না ফ্রান্সে, একদিনে গেল ৫৭৪ প্রাণ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফ্রান্সে একদিনে নতুন করে আরো ৫৭৪ জন মারা গেছে। ফলে দেশটিতে মৃত্যুর সংখ্যা ১৪ হাজার ৩৯৩ থেকে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৬৭ জনে।
দেশটিতে এখনো ইনটেন্সিভ কেয়ারে আছে ছয় হাজার ৮২১ জন। ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৩৬ হাজার ৭৭৯ জন।
অপরদিকে, প্রাণঘাতী করোনা থেকে সেখানে সুস্থ হয়ে উঠেছে ২৭ হাজার ৭১৮ জন। তবে ছয় হাজার ৮২১ জনের অবস্থা এখনো আশঙ্কাজনক।
এদিকে, সোমবারের হিসাব অনুযায়ী রোববার পর্যন্ত ফ্রান্সে মৃত্যুর সংখ্যা কমতে থাকায় কিছুটা স্বস্তি মিলেছিল। কিন্তু তা দীর্ঘস্থায়ী হলো না। একদিনের ব্যবধানে দেশটিতে আবারও নতুন করে মৃতের সংখ্যা বাড়ছে।
রোববারের হিসাব অনুযায়ী, ফ্রান্সে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ছিল ৩১৫। একদিন আগেও সেখানে প্রাণহানি হয়েছিল ৩৪৫ জনের। অর্থাৎ আগের দুদিনের হিসাব অনুযায়ী মৃতের সংখ্যা অনেক কমে গেলেও সোমবার মৃতের সংখ্যা বেড়েছে। ফলে দেশটিতে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।
এখন পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত ১৯ লাখ ২৪ হাজার ৬৭৯ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এখন পর্যন্ত বিশ্বে এক লাখ ২০ হাজার ৪৩৮ জনের প্রাণ কেড়েছে করোনা।