যুক্তরাজ্যে করোনায় এক দিনে আক্রান্ত শনাক্তের নতুন রেকর্ড
করোনার মহামারি শুরুর পর থেকে যুক্তরাজ্যে এক দিনে সর্বাধিক আক্রান্ত শনাক্ত হয়েছে স্থানীয় সময় বুধবার। দেশটিতে বুধবার রেকর্ড ৭৮ হাজার ৬১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এর আগে যুক্তরাজ্যে দৈনিক সংক্রমণের রেকর্ডটি হয়েছিল এ বছরের শুরুর দিকে। গত ৪ জানুয়ারি দেশটিতে ৬৮ হাজার ৫৩ জন সংক্রমিত শনাক্ত হয়। যুক্তরাজ্য তখন লকডাউনে ছিল।
এক সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যে ইংল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ক্রিস হুইটি সতর্ক করে বলেছেন—আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও রেকর্ড ভাঙবে।
ক্রিস হুইটি আরও বলেন, আসন্ন বড়দিন উপলক্ষ্য করে সামাজিক সমাগম এবং লোকজনের মেলামেশা সম্পর্কিত বিষয়গুলোকে জনগণের অগ্রাধিকার দেওয়া উচিত।
অধ্যাপক হুইটির পাশাপাশি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, সবার কোভিড টিকার বুস্টার ডোজ নেওয়া ‘একদম অত্যাবশ্যক’ হয়ে পড়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী সতর্ক করে জানান, কিছু এলাকায় এখন দুদিনের কম সময়ের মধ্যে শনাক্তের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে।
বরিস জনসন বলেন, ‘আমি ভয় পাচ্ছি—সারা দেশে প্রতি সপ্তাহে ১০ শতাংশ হারে এবং লন্ডনে প্রায় দুই-তৃতীয়াংশ হারে সংক্রমণ বেড়ে হাসপাতালে রোগীর সংখ্যা অনিবার্যভাবে বাড়তে যাচ্ছে।’
অধ্যাপক হুইটি জানান, যুক্তরাজ্য এ মুহূর্তে দুটি মহামারির সম্মুখীন—একটি ‘খুব দ্রুত সংক্রমণশীল’ ওমিক্রন ভ্যারিয়্যান্ট এবং অপরটি হলো ডেলটা ভ্যারিয়্যান্ট।
অধ্যাপক হুইটি বলেন, ‘আশঙ্কার কথা হলো—আমাদের বাস্তববাদী হতে হবে যে, আগামী কয়েক সপ্তাহে রেকর্ডগুলো অনেকবার ভাঙতে যাচ্ছে, কারণ শনাক্তের হার বাড়তে থাকবে।’
বড়দিন বা ইংরেজি নববর্ষের উৎসবে লোকজনের যাওয়া উচিত হবে কি না জানতে চাওয়া হলে অধ্যাপক হুইটি বলেন, ‘যাদের সঙ্গে মেলামেশা করার প্রয়োজন নেই, তেমন লোকজনের সঙ্গে মিশবেন না।’
‘অবিশ্বাস্য মাত্রায় সংক্রামক একটি ভাইরাসের ক্ষেত্রে কী করা বুদ্ধিমানের কাজ হবে, তা বোঝার জন্য (আপনার) মেডিকেল ডিগ্রির প্রয়োজন নেই’, যোগ করেন অধ্যাপক হুইটি।
স্বাস্থ্যঝুঁকিতে থাকা কারও সঙ্গে দেখা করার আগে করোনা পরীক্ষা করিয়ে নিতে এবং সম্ভব হলে বায়ুচলাচলের সুব্যবস্থা রয়েছে এমন স্থানে কিংবা বাইরে কোথাও দেখা করার পরামর্শ দেন অধ্যাপক হুইটি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, তাঁর সরকার গণজমায়েত সীমিত করে কিংবা পানশালা ও রেস্তোঁরা বন্ধ করে বড়দিনের অনুষ্ঠানগুলো বাতিল করছে না। তবে, তিনি লোকজনকে সামাজিক মেলামেশা করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের জন্য সতর্ক করেন।
বরিস জনসন বলেন, ‘আমি অনেকবার বলেছি—আমি মনে করি যে, এবারের বড়দিন গতবারের চেয়ে যথেষ্ট ভালো হবে। এবং আমি এখনও তা-ই মনে করছি।’