যুক্তরাজ্য থেকে ফ্রান্সে প্রবেশে কড়াকড়ি আরোপ হচ্ছে
যুক্তরাজ্য থেকে আসা ভ্রমণকারীদের জন্য কড়াকড়ি আরোপের ঘোষণা দিয়েছে ফ্রান্স। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণের রাশ টেনে ধরতে ফ্রান্স সরকার এ পদক্ষেপ নিচ্ছে।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, শনিবার থেকে নতুন নিয়ম চালু হবে। এর আওতায়, যুক্তরাজ্য থেকে কেউ ফ্রান্সে প্রবেশ করতে চাইলে এজন্য অবশ্যই জরুরি কারণ দেখাতে হবে। পরিবারের সঙ্গে দেখা করার মতো কোনও কারণ হলে অনুমতি মিলবে। তবে কোনও পর্যটক প্রবেশ করতে পারবে না।
তা ছাড়া, সব ভ্রমণকারীর জন্যই ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে কোভিড পরীক্ষার ফল ‘নেগেটিভ’ হতে হবে। এরপর ফ্রান্সে ঢুকে এক সপ্তাহ আইসেলশনেও থাকতে হবে। তবে ফ্রান্সে ঢোকার পর আরেকটি কোভিড পরীক্ষা করে ফল নেগেটিভ এলে ৪৮ ঘন্টা পর কোয়ারেন্টিন শেষ করার সুযোগ থাকছে।
যুক্তরাজ্যে বর্তমানে ওমিক্রন শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ফ্রান্সের তুলনায় অনেক বেশি। গত বুধবার যুক্তরাজ্যে রেকর্ড ৭৮ হাজার ৬১০ জনের নতুন কোভিড শনাক্ত হয়েছে। তার মধ্যে ১০,০০০ জনের ওমিক্রন সংক্রমন ধরা পড়েছে।
অন্যদিকে, একই সময়ে ফ্রান্সে নতুন কোভিড শনাক্ত হয়েছে ৬৫ হাজার ৭১৩ জনের। এর মধ্যে মাত্র ২৪০ জনের ওমিক্রন সংক্রমন ধরা পড়েছে।