যুক্তরাষ্ট্র তাইওয়ানে ‘ভুল ও অত্যন্ত বিপজ্জনক সংকেত’ পাঠাচ্ছে : চীন
যুক্তরাষ্ট্র তাইওয়ানে ‘ভুল ও অত্যন্ত বিপজ্জনক সংকেত’ পাঠাচ্ছে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং হাই। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে এ কথা বলেন। খবর রয়টার্সের।
ওয়াং হাই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনকে বলেছেন, তাইওয়ানের স্বাধীনতার তৎপরতা যত বেশি হবে, ততই শান্তিপূর্ণ নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা কম।
ওয়াং শুক্রবার নিউইয়র্কে ব্লিঙ্কেনকে বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের ওপর চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষুণ্ন করার চেষ্টা করছে।’ যদিও এটা শনিবার তার মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে শুক্রবার ব্লিনকেন ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র মধ্যে দেড় ঘণ্টার ‘খোলামেলা ও আন্তরিক’ আলোচনা হয়। সেখানে তাইওয়ানই মূল প্রসঙ্গ ছিল। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।