যুক্তরাষ্ট্র থেকে ২৩৭ কোটি ডলারের অস্ত্র কিনছে তাইওয়ান
তাইওয়ানের কাছে ২৩৭ কোটি ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল সোমবার মার্কিন অস্ত্র বিক্রির একটি কোম্পানির বিরুদ্ধে চীনা নিষেধাজ্ঞা আরোপের পরপরই তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির ঘোষণা আসে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলছে, তাইওয়ানের উপকূলীয় এলাকার প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে একশটির মতো হারপুন মিসাইল দেবে যুক্তরাষ্ট্র। এ ছাড়া ১৮০ কোটি ডলারের সেন্সর, মিসাইল এবং আর্টিলারি অস্ত্র বিক্রি করার কথা রয়েছে।
এর আগে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র, মার্কিন অস্ত্র বিক্রির কোম্পানি লকার্ড মার্টিন, বোয়িং ডিফেন্স, রেইডিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয়। যদিও মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তাইওয়ান।