যুদ্ধে ৪০ হাজার রুশ সেনা নিহত : জেলেনস্কি
রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর থেকে এ পর্যন্ত প্রায় ৪০ হাজার রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা আজ বুধবার এ তথ্য জানায়।
গতকাল মঙ্গলবার রাতে এক বক্তৃতায় জেলেনস্কি বলেন, ‘২৪ ফেব্রুয়ারি থেকে শুরু করে এ পর্যন্ত বহু মানুষ প্রাণ হারিয়েছে। রাশিয়ার সামরিক বাহিনীর অন্তত ৪০ হাজার সদস্য নিহত হয়েছে এবং লক্ষাধিক আহত হয়েছে।’
এ বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আগ্রাসন চালায় রাশিয়া। এতে ইউক্রেনে বহু সাধারণ মানুষ ও সামরিক লোকজন যেমন নিহত হয়েছে, ঘরবাড়ি হারিয়েছে একইভাগে ইউক্রেনের প্রতিরোধের ফলে রাশিয়ার সামরিক বাহিনীর হাজার হাজার সদস্য নিহত হয়েছে।