যে পাঁচ কারণে এবারও জিততে পারেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে করা আগাম জরিপগুলোতে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন। যেসব অঙ্গরাজ্যে দুদলের হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে, সেসব জায়গায়ও বাইডেনের অবস্থান ভালো বলে পূর্বাভাসে বলা হচ্ছে। তহবিল সংগ্রহেও দারুণভাবে এগিয়ে রয়েছেন জো বাইডেন। ফলে শেষ সপ্তাহের চূড়ান্ত সময় পর্যন্ত প্রচারের কাজের গতিবেগও বেশ ভালোই থাকবে ডেমোক্র্যাটদের।
অন্যদিকে, নির্বাচন বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের পুননির্বাচিত হওয়ার সম্ভাবনা নেই। হারতে যাচ্ছেন ট্রাম্প। বিশ্লেষক নেট সিলভার তাঁর ফাইভথার্টিএইট ডটকম ব্লগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দৌড়ে বাইডেন ৮৭ শতাংশ এগিয়ে রয়েছেন বলে উল্লেখ করেছেন। নির্বাচনী জরিপ সংস্থা ডিসিশন ডেস্ক এইচকিউ বাইডেনকে সাড়ে ৮৩ শতাংশ পয়েন্ট দিয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এসব তথ্য জানিয়েছে।
নতুন কোনো অক্টোবর সারপ্রাইজ
চার বছর আগে গত নির্বাচনের ১১ দিন আগে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক জেমস কোনি ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে গুরুতর অভিযোগের কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহার করেছিলেন, এমন অভিযোগে তদন্ত শুরু করে করে এফবিআই।
এমন কোনো ঘটনা ট্রাম্পকে এবার নির্বাচনে হার থেকে বাঁচাতে পারে বলে বিবিসির খবরে বলা হয়। তবে, তেমন কিছু ঘটেনি এখন পর্যন্ত। উল্টো ট্যাক্স না দেওয়ার খবরে বিড়ম্বনায় পড়েছেন ট্রাম্প।
জরিপগুলো ভুল হলে
বাইডেনের ডেমোক্র্যাট দলের হয়ে প্রার্থিতা নিশ্চিতের পর থেকেই দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় জরিপ গোষ্ঠীগুলো ট্রাম্পের চেয়ে তাঁকে এগিয়ে রাখছে। এমনকি যেসব জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে সেসব অঙ্গরাজ্যেও বাইডেনকে এগিয়ে রাখা হচ্ছে। জনমত বিবেচনায় এসব জরিপের ফল দেওয়া হচ্ছে যদিও প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের ভোটই সব নির্ধারণ করে না। ইলেক্টোরালদের ভোটে গিয়ে এসব জরিপ ভুলও প্রমাণিত হতে পারে।
চূড়ান্ত বিতর্কে ভালো করতে পারলে
প্রথম বিতর্কে প্রেসিডেন্ট ট্রাম্প ভালো করতে পারেননি, সেটা সবাই বলছে। এবার বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রজুড়ে উপশহরীয় এলাকায় বসবাসকারী নারীরা এবারের ভোটে বড় ভূমিকা রাখবে। সেক্ষেত্রে বিতর্কে ট্রাম্পের উদ্ধ্যতপূর্ণ আচরণ ওই নারীদের কাছে ভালো লাগার কথা নয়।
এরপরও আগামী বৃহস্পতিবার (২২ অক্টোবর) তৃতীয় ও চূড়ান্ত বিতর্কে যদি ট্রাম্প অসাধারণ পারফরম্যান্স দেখাতে পারেন, তাহলে মোড় ঘুরে যেতে পারে। এদিকে, দ্বিতীয় বিতর্ক বাতিল হয়েছে।
মোড় ঘোরানো অঙ্গরাজ্যের ফল
আগাম জরিপগুলোতে পিছিয়ে থাকলেও ট্রাম্প প্রতিযোগিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে যদি কিছুটা ভালো করতে পারেন, ফল ঘুরে যেতে পারে। গতবার মিশিগান ও উইসকনসিনে অল্প ব্যবধানে জয় পান ট্রাম্প। এবার এ দুটি অঙ্গরাজ্যে ট্রাম্পের অবস্থান ভালো নয় বলে জরিপ বলছে। পেনসিলভানিয়া ও ফ্লোরিডার মতো অঙ্গরাজ্যে ইলেক্টোরাল ভোটে নিজেকে এগিয়ে নিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প। জনগণের ভোটের চেয়ে ইলেকটোরাল কলেজ ভোটে ট্রাম্পের অবস্থান কিছুটা ভালো বলে ধরা হচ্ছে।
হোয়াইট হাউসের দখল নিতে হলে ৫৩৮ ইলেকটোরাল ভোটের ২৭০টি পেতে হয়। তবে দুজনই যদি ২৬৯টি করে ইলেকটোরাল ভোট পান, সেক্ষেত্রে হাউস অব রিপ্রেজেন্টেটিভের কাঁধে সিদ্ধান্ত নেওয়ার দায় বর্তায়। স্বভাবতই ট্রাম্প সেখানে সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে।
বাইডেন এলোমেলো হলে
নির্বাচনী প্রচারে এখন পর্যন্ত ভালো করছেন জো বাইডেন। তবে শেষ সময়ে এসে যদি তিনি গুলিয়ে ফেলেন বা কিছুটা এলোমেলো হয়ে পড়েন, সেখানে নিশ্চিতভাবেই সুবিধা পাবেন ট্রাম্প। করোনায় আক্রান্ত হয়ে ট্রাম্পের প্রচারে বিরতি পড়লেও বাইডেন টানা কাজ করছেন। এতে অবসাদ পেয়ে বসতে পারে ৭৭ বছর বয়সী ডেমোক্র্যাট বাইডেনকে।