যে শর্তে ভোট পুনঃ গণনার আবেদন করতে পারবেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কয়েকটি অঙ্গরাজ্যের ভোট গণনা ও ফলাফল নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এরই মধ্যে রিপাবলিকান পার্টি ভোট গণনার বিষয়ে অনিয়মের অভিযোগ তুলেছে।
ভোট পুনঃ গণনার বিষয়ে বিবিসি বলছে, কিছু অঙ্গরাজ্যে ভোট পুনঃ গণনা করতে হলে রাজ্যের কিছু আইন মেনে করতে হয়। এ নিয়ে পোলিং ফার্ম এডিসন একটি বিশ্লেষণ করেছে।
এডিসন জানিয়েছে, উইসকনসিন বা অন্য কোনো অঙ্গরাজ্যে ভোট পুনঃ গণনা করার আবেদন করতে হলে ওই অঙ্গরাজ্যের ন্যূনতম কিছু শর্ত পূরণ করতে হয়।
অ্যারিজোনা: এই অঙ্গরাজ্যে ভোট পুনঃ গণনার আবেদন করার প্রয়োজন নেই। দুই প্রার্থীর মধ্যে শূন্য দশমিক ১ শতাংশ ভোটের ব্যবধান থাকলে অটোমেটিক পুনঃ গণনা হয়।
জর্জিয়া: দুই প্রার্থীর মধ্যে যখন ভোটের ব্যবধান মোট ভোটের এক শতাংশের কম হয়, তখনই ভোট পুনঃ গণনার আবেদন করতে হয়।
উইসকনসিন: এই অঙ্গরাজ্যের আইন অনুযায়ী, যদি প্রতিযোগিতা ১ শতাংশের মধ্যে হয়, তাহলেই কেবল পুনঃ গণনার আবেদন করতে পারে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ভোট জালিয়াতির অভিযোগ এনে চারটি অঙ্গরাজ্যে মামলা করেছেন ট্রাম্প। এ ছাড়া নেভাদা অঙ্গরাজ্যে মামলা করার হুমকি দিয়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি।