রকেট বিস্ফোরণের শব্দেও ঈদজামাত ছেড়ে যাননি আফগান প্রেসিডেন্ট
ঈদুল আজহার নামাজ আদায়ের সময় আজ মঙ্গলবার সকালে আফগানিস্তানের কাবুলে প্রেসিডেন্ট ভবনের কাছে দফায় দফায় রকেট বিস্ফোরণ হয়েছে। সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।
আজ সকালে টোলো নিউজের টুইটে প্রকাশিত ভিডিওচিত্রে দেখা যায়, রাজধানী কাবুলে প্রেসিডেনশিয়াল প্যালেসের আঙিনায় মুসল্লিদের সঙ্গে ঈদুল আজহার নামাজ পড়ছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। ঠিক সে সময় দফায় দফায় বোমা বিস্ফোরণের শব্দে প্রকম্পিত হতে থাকে চারপাশ। আশরাফ ঘানিসহ অন্যরা সে বিকট শব্দ উপেক্ষা করে নামাজরত ছিলেন।
সংবাদমাধ্যম সিনহুয়া বলছে, কাবুলের সর্বোচ্চ নিরাপদ স্থান গ্রিন জোন, যেখানে প্রেসিডেন্টের প্রাসাদ ও মার্কিন দূতাবাসসহ বিভিন্ন দূতাবাস রয়েছে, ঈদের তিন সকালে সেখানে এই রকেট হামলার হলো।