রাজনৈতিক তর্কে জড়িয়ে কানে কামড়, ৪ জনকে ছুরিকাঘাত
হংকংয়ে চলমান গণতন্ত্রপন্থী বিক্ষোভের মধ্যেই কয়েকজনের সঙ্গে রাজনৈতিক তর্কে জড়িয়ে এক ব্যক্তি ছুরি দিয়ে আক্রমণ চালিয়েছেন। এ সময় ছুরিকাঘাতে চারজনসহ মোট পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে স্থানীয় এক কাউন্সিলরের কানে কামড় বসিয়ে বাজেভাবে আহত করেছেন ওই ব্যক্তি। গতকাল রোববার হংকংয়ের তাইকো শহরের সিটিপ্লাজা মলে এ ঘটনা ঘটে। এর আগে দিনের শুরুতে সেখানে বিক্ষোভ করেন গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী রয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাজনৈতিক আলাপ-আলোচনায় তর্কে জড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তি এ আক্রমণ চালান।
হংকং ফ্রি প্রেস জানায়, আক্রমণকারী মান্দারিন ভাষাভাষী ও বেইজিংপন্থী।
আহত স্থানীয় কাউন্সিলর অ্যান্ড্রু চিউ কা-ইন সিটিপ্লাজা মলের ভেতরে থাকার সময় ওই আক্রমণকারী তাঁর কানে বাজেভাবে কামড় বসিয়ে দেন। এ সময় ছুরি দিয়ে আক্রমণ চালানোর একপর্যায়ে গণপিটুনির শিকার হন ওই আক্রমণকারী। পরে তাঁকে আটক করে পুলিশ।
আহতদের মধ্যে এক নারী সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টকে জানান, তাঁর স্বামী ও বোনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ার পর ছুরি বের করে আক্রমণ চালান ওই ব্যক্তি।
পাঁচ মাস ধরে হংকংয়ে গণতন্ত্রপন্থী বিক্ষোভে এরই মধ্যে বেশ কয়েকবার সহিংসতার ঘটনা ঘটে। প্রথমে বিতর্কিত প্রত্যর্পণ বিলের বিপক্ষে রাজপথে লাখ লাখ মানুষ নেমে এলেও পরবর্তী সময়ে তা বড় আকার ধারণ করে।