রাতভর অভিযানে ৫০০ ইউক্রেনীয় সেনাকে হত্যার দাবি রাশিয়ার
ইউক্রেনের ৯০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে রাতভর অভিযান চালানোর দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, এসব অভিযানে ৫০০ ইউক্রেনীয় সেনাকে হত্যা করেছে রুশ বাহিনী। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।
অভিযানে ইউক্রেনের কয়েক ডজন সাঁজোয়া যান, কামান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি করেছে মস্কো। এ ছাড়া খারকিভ অঞ্চলে ইউক্রেনের দুইটি গোলাবারুদ গুদামেও হামলার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রাশিয়ার এমন দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিয়েভের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আল জাজিরার পক্ষেও স্বতন্ত্রভাবে রাশিয়ার দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে রাশিয়ার বিরুদ্ধে কৃষ্ণসাগরে ইউক্রেনের উপকূলের কাছে আটটি যুদ্ধজাহাজ মোতায়েনের দাবি করেছে কিয়েভ। টেলিভিশনে দেওয়া এক ভাষণে এমন দাবি করেছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেক্সান্ডার মোতুজয়ানিক।
তিনি বলেন, রুশ যুদ্ধজাহাজগুলো একবারে মোট ৫৮টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে সক্ষম। ফলে ইউক্রেনের উপকূলের কাছে সেগুলোর উপস্থিতি ইউক্রেনীয়দের ‘বিপন্ন’ করে তুলবে।