রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব শিক্ষা ভুলে গেছে : জেলেনস্কি
জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলার ইহুদি রক্তের ছিলেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভের এমন বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। এবার রুশ পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে সরব হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
আজ মঙ্গলবার জেলেনস্কি বলেছেন, ‘রুশ পররাষ্ট্রমন্ত্রীর এমন ইহুদিবিদ্বেষী আক্রমণাত্মক মন্তব্যের মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব শিক্ষা ভুলে গেছে রুশ কর্তৃপক্ষ অথবা কখনও সেসব শিক্ষাই পায়নি তারা।’
‘তাদের মন্ত্রীর এ ধরনের ইহুদিবিদ্বেষী আক্রমণের অর্থ হলো রুশ কর্তৃপক্ষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সব পাঠ ভুলে গেছে, বা হয়তো তারা সে পাঠগুলো কখনও শিখেনি,’ বলেন জেলেনস্কি।
রাতের এক ভাষণে জেলেনস্কি এসব বলেন জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
ইউক্রেনের প্রেসিডেন্ট এ সময় আরও বলেন, ‘এসব মন্তব্য এটাই প্রমাণ করে যে, রাশিয়ার শীর্ষ কূটনীতিকেরা নাৎসিদের অপরাধের দায় ইহুদি জনগণের ওপর চাপিয়েছেন। আমার কিছু বলার নেই।’
এর আগে রোববার ইতালির টেলিভিশনের সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে সেরগেই ল্যাভরভ বলেন, জার্মানির নাৎসি বাহিনীর কুখ্যাত নেতা অ্যাডলফ হিটলারের বংশধরেরা ইহুদি ছিল। এ হিটলারই ইহুদিদের ওপর সবচেয়ে বেশি নির্যাতন চালিয়েছেন। তিনি তাদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিলেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও হিটলারের মতোই ইহুদি। তাহলে ইউক্রেনে কীভাবে নাৎসি থাকবে?
আর, ল্যাভরভের এমন মন্তব্যের পর বিষয়টি নিয়ে ভীষণ চটেছে ইহুদি রাষ্ট্র ইসরায়েল। তারা ল্যাভরভকে ক্ষমা চাইতে বলেছে।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ বলেছেন, ‘লাভরভের বক্তব্য ক্ষমার অযোগ্য। এর মধ্য দিয়ে শোষক-নিপীড়কদের তাদের দায় থেকে মুক্তি দেওয়া হয়।’
ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বলেছেন, ‘এ মিথ্যাচার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোকে আড়াল করে ইহুদিদের ওপরই উল্টো দায় চাপানোর নামান্তর।’