রাশিয়ার ওপর যুক্তরাজ্যের আরও ২৬ নিষেধাজ্ঞা
ইউক্রেনে হামলার জেরে রাশিয়ার সামরিক কর্মকর্তা এবং প্রতিরক্ষা কোম্পানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারির ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার দেশটি জানিয়েছে, নতুন করে ২৬টি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। খবর রয়টার্সের।
সরকারি ওয়েবসাইটে প্রকাশিত নতুন নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন রাশিয়ান সেনাবাহিনীর কর্নেল জেনারেল নিকোলে বোগদানভস্কি। এ ছাড়া রুশ সেনাবাহিনীর এক কমান্ডার আজাতবেক ওমুরবেকভের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি ইউক্রেনের বুচায় গণহত্যার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে ব্রিটিশ সরকারের।
ইউক্রেন যুদ্ধের প্রথম থেকেই নিন্দা জানিয়ে রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে ব্রিটেন। এ নিয়ে দেশটির একাধিক শীর্ষ কর্মকর্তাসহ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।
চলমান যুদ্ধে ইউক্রেনীয় বাহিনীকে অস্ত্র এবং মানবিক সহায়তা দিয়ে আসছে বরিস জনসন সরকার। সামনে প্রয়োজন অনুযায়ী ইউক্রেনকে আরও সহায়তা দিয়ে যাবে বলে জানিয়েছে দেশটি।