‘রাশিয়ার তেল ছাড়া বছরের শেষ পর্যন্ত টিকবে জার্মানি’
রাশিয়ার জ্বালানি ছাড়া ইউরোপ কতটা সময় টিকে থাকতে পারবে, তা নিয়ে জোর আলোচনা চলছে। রাশিয়ার ওপর ইউরোপের জ্বালানি নিষেধাজ্ঞা নিয়ে অনেকটা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে ইউরোপের দেশগুলো। এরই মধ্যে জার্মানি জানিয়েছে, রাশিয়ার তেল ছাড়া এ বছরের শেষ নাগাদ টিকে থাকতে পারবে জার্মানি। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক সংবাদ সম্মেলনে জার্মানির অর্থনীতি বিষয়ক মন্ত্রী রবার্ট হ্যাবেক বলেছেন, ‘জার্মানি রাশিয়ার গ্যাসের ওপর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত নয়। তবে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা বিষয়ে কথা বলতে পারি আমরা। রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা সহ্য করতে পারবে জার্মানি। তবে এর মানে এই নয়, জার্মানি কোনো ভোগান্তিতে পড়বে না।’
হাঙ্গেরি এরই মধ্যে জানিয়ে দিয়েছে, তারা রাশিয়ার তেল বা গ্যাসে নিষেধাজ্ঞা দেওয়ার বিপক্ষে।
জার্মানি এরই মধ্যে রাশিয়া থেকে তেল আমদানি ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশে নামিয়ে এনেছে। পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা দেওয়া হলে সে সময় এই পরিমাণ তেলই বা কোথা থেকে আনা হবে, তা নিয়ে কাজ করছে জার্মানির সরকার।