রাশিয়ার বিরুদ্ধে ‘পরমাণু সন্ত্রাসবাদের’ অভিযোগ ইউক্রেনের
রাশিয়ার বিরুদ্ধে ‘পরমাণু সন্ত্রাসবাদের’ অভিযোগ তুলেছে ইউক্রেন। রুশ বাহিনী ইউক্রেনের একটি পারমাণবিক গবেষণা স্থাপনায় বোমা হামলা চালিয়েছে বলে দেশটির অভিযোগ। খবর বিবিসির।
ইউক্রেনের রাষ্ট্রীয় পরমাণু বিষয়ক কর্তৃপক্ষ বলছে—দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে অবস্থিত পারমাণবিক গবেষণা স্থাপনায় রুশ হামলা হয়েছে। এর জেরে সেখানকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এবং স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে রুশ বোমা হামলায় স্থাপনাটির বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্তৃপক্ষের দাবি।
তবে, হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আর, রাশিয়ার পক্ষ থেকে এ হামলার বিষয়ে কোনো বক্তব্য মেলেনি।
এর আগে গত ৩ মার্চ রুশ বাহিনীর গোলার আঘাতে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়। ওই বিদ্যুৎ কেন্দ্রটি রুশ বাহিনী দখলেও নিয়েছিল।
এরও আগে ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক ক্ষেত্র দখলে নিয়েছে রুশ বাহিনী। জাতিসংঘের পরমাণু বিষয়ক নজরদারি সংস্থা আইএইএ গতকাল বৃহস্পতিবার বলেছে, ইউক্রেন কর্তৃপক্ষ তাদের জানিয়েছে—চেরনোবিলের তেজষ্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের সঙ্গে ইউক্রেন কর্তৃপক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
চেরনোবিল ইউক্রেনের উত্তরাঞ্চলে অবস্থিত। সেখানে ১৯৮৬ সালে বিশ্বের সবচেয়ে ভয়াল পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল।