রাশিয়ার সঙ্গে যুক্ত হতে আবেদন করছে ইউক্রেনের খেরসনের নতুন নেতৃত্ব
ইউক্রেনের খেরসন অঞ্চলে নতুন করে দায়িত্ব নেওয়া রাশিয়ার মদদপুষ্ট প্রশাসন রাশিয়ার সঙ্গে একীভূত হওয়ার জন্য আবেদন করার পরিকল্পনা করেছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এমন তথ্য দেওয়া হয়েছে বলে আজ বুধবার জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
রাশিয়ার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘খেরসন অঞ্চলের কর্তৃপক্ষ রাশিয়ার প্রেসিডেন্টের কাছে অঞ্চলটিকে রাশিয়ার অন্তর্ভুক্ত করতে আবেদন জানাবে।’
খেরসন সামরিক-বেসামরিক যৌথ প্রশাসনের নবনিযুক্ত ডেপুটি প্রধান কিরিল স্ত্রেমাসোভের কথা বলা হয়েছে।