রাশিয়ার সঙ্গে সমঝোতার ফুটো পয়সার দাম নেই : ইউক্রেন
‘রাশিয়ার সঙ্গে সমঝোতার ফুটো পয়সারও দাম নেই’ বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ও শান্তি আলোচনায় অংশগ্রহণকারী মিখাইলো পোদলিয়াক। তিনি বলেছেন, ‘কোনো সমঝোতায় রাশিয়াকে বিশ্বাস করার সুযোগ নেই। মস্কোর আগ্রাসন থামাতে শক্তিপ্রয়োগই একমাত্র পন্থা।’
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ক্ষুদেবার্তার অ্যাপ টেলিগ্রামে পোদলিয়াক লেখেন, ‘রাশিয়ার সঙ্গে কোনো সমঝোতার ফুটো পয়সারও দাম নেই।’
মিখাইলো পোদলিয়াক প্রশ্ন রেখে বলেন, ‘যে দেশ নির্বিকার ও হরেদরে মিথ্যা বলে, তার সঙ্গে কি সমঝোতা আলোচনা সম্ভব?’