‘রাশিয়ার সীমান্তবর্তী গ্রামে ইউক্রেনের হামলা’
রাশিয়ার সীমান্তবর্তী একটি গ্রামে ইউক্রেনীয় বাহিনীগুলো হামলা চালিয়েছে বলে দাবি করছে রুশ কর্তৃপক্ষ। বেলগরদ প্রদেশের গোলোভচিনো গ্রামে এ হামলা চালানো হয় বলে দাবি করেছেন প্রদেশটির গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকোভ।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকোভ সামাজিকমাধ্যম টেলিগ্রামে দাবি করেছেন, ইউক্রেনীয় বাহিনীগুলোর হামলায় সীমান্তবর্তী গোলোভচিনো গ্রামে একজন আহত হয়েছেন।
এদিকে, কী ধরনের হামলা চালানো হয়েছে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস এলাকায় হামলা শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানকার শহরগুলোতে রকেট ও আর্টিলারি দিয়ে বোমা হামলা করা হচ্ছে বলে দাবি তাঁর। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
এর আগে ইউক্রেনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সতর্ক করেছিলেন যে, রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলে তাদের ‘বহুল প্রতিক্ষিত’ আক্রমণ শুরু করেছে।
জেলেনস্কি বলেন, ‘আমরা এখন নিশ্চিত যে, রুশ বাহিনী দনবাস শহরের জন্য লড়াই শুরু করেছে। এ জন্য তারা বহুদিন থেকে প্রস্তুতি নিচ্ছিল। রুশ বাহিনীর একটি বড় অংশ এখন এ অঞ্চলে আক্রমণে রয়েছে।’