রাশিয়ার সেনা প্রত্যাহার ‘ধীরে হলেও দৃশ্যমান’ : জেলেনস্কি
ধীরে হলেও রাশিয়ার সেনা প্রত্যাহার দৃশ্যমান বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইউক্রেনের উত্তরাঞ্চল থেকে রাশিয়ার সেনা প্রত্যাহার ধীরে হলেও দৃশ্যমান হয়েছে। তবে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।’
আজ শনিবার রাতে এক ভিডিও বক্তৃতায় এসব কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এমনটি বলা হয়।
জেলেনস্কি বলেন, ‘দেশের পূর্বাঞ্চলের পরিস্থিতি চরম ভয়াবহ। মারিউপোলের মতো শহরগুলোতে হাজার হাজার লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ চলমান রয়েছে। আমরা সতর্কতার সঙ্গে সামনে আগাচ্ছি।’
কিয়েভের আশপাশ থেকে রাশিয়ার সামরিক বাহিনী তাদের সদস্যদের তুলে নিচ্ছে বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। গত সপ্তাহে তিনি বলেছিলেন, ইউক্রেনের রাজধানী এবং এর কাছাকাছি চেরনিহিভ শহর অঞ্চলে সামরিক কার্যক্রম কমাতে পারে রাশিয়া।
কিয়েভের নিকটবর্তী এলাকা ইরপিনের রাস্তায় পড়ে থাকা নষ্ট গাড়িগুলো সরিয়ে নিয়েছে রাশিয়ার বাহিনী। ধ্বংস হয়ে যাওয়া এলাকাটিতে তুলনামূলক তরুণ দম্পতিরা বেশি থাকতেন। স্ট্রেচারে করে বয়োজ্যেষ্ঠদের ভেঙে যাওয়া একটি সেতু পার করে এনেছেন উদ্ধারকারীরা।
ওইসব এলাকায় রাশিয়ার সামরিক বাহিনী বিভিন্ন ভবনে, সড়কে, যন্ত্রপাতিতে এমনকি মরদেহগুলোতে মাইন স্থাপন করছে বলে অভিযোগ প্রেসিডেন্ট জেলনেস্কির। ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, রাজধানী কিয়েভ এবং চেরনিহিভ অঞ্চলে ২৯টি স্থাপনা পুনর্দখল করেছে তারা।