রাশিয়ার স্বর্ণ আমদানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে চার দেশ!
ইউক্রেনে আগ্রাসনের দায়ে রাশিয়ার ওপর নানাবিধ নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো। এবার রাশিয়া থেকে স্বর্ণ আমদানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও জাপান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক টুইটে এমনটি জানিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
টুইটে বাইডেন বলেন, ‘একত্রে জি-৭ জোটের পক্ষ থেকে আমরা রাশিয়ার স্বর্ণ আমদানিতে নিষেধাজ্ঞা ঘোষণা করব। রাশিয়ার জন্য এটি প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলারের ব্যাপার।’
ভিন্ন এক বিবৃতিতে যুক্তরাজ্য সরকার জানিয়েছে, নতুন খনির এবং শোধনাগারের স্বর্ণে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। তবে, রাশিয়া থেকে দীর্ঘ দিন ধরে নিয়মিত আমদানি হওয়া স্বর্ণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর হবে না।