রাশিয়ার ১৮ কূটনীতিককে বহিষ্কার করছে চেক প্রজাতন্ত্র
২০১৪ সালে এক গোলাবারুদের ডিপোতে ঘটা বিস্ফোরণে রাশিয়ার গোয়েন্দা সংস্থা জড়িত থাকার সন্দেহে ১৮ রুশ কূটনীতিককে বহিষ্কার করছে চেক প্রজাতন্ত্র। চেক সরকার এ কথা জানিয়েছে।
৪৮ ঘণ্টার মধ্যে ১৮ জনকে দেশ ছেড়ে যাওয়ার আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন চেক প্রজাতন্ত্রের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী। খবর ফাইন্যান্সিয়াল টাইমসের।
মধ্য ইউরোপের এ দেশটি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটো জোটের সদস্য। ১৯৮৯ সালে কমিউনিস্ট শাসনের পতনের পর দুদেশ এবারই সবচেয়ে বড় বিরোধে জড়াল।
এক কূটনৈতিক কর্মকর্তার বরাত দিয়ে রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, চেক প্রজাতন্ত্রের এই পদক্ষেপের পাল্টা জবাবে রাশিয়া মস্কোয় অবস্থিত চেক দূতাবাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে।
চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী আন্দ্রেজ বাবিস এক বিবৃতিতে বলেছেন, ‘ভার্বেটিস শহরে গোলাবারুদের ডিপো বিস্ফোরণে রাশিয়ান গোয়েন্দা সংস্থা জিআরইউ জড়িত থাকার ব্যাপারে ঘোরতর সন্দেহ আছে।’
রাজধানী প্রাগের প্রায় ৩৩০ কিলোমিটার দূরে ভার্বেটিসে ২০১৪ সালের অক্টোবরে কয়েকটি বিস্ফোরণ ঘটে। এতে বেসরকারি কোম্পানির দুইজন কর্মকর্তা নিহত হন। ওই বেসরকারি কোম্পানি রাষ্ট্রীয় সামরিক সংগঠনের কাছ থেকে সাইটটি ভাড়া নিয়েছিল।
চেক প্রধানমন্ত্রী বলেন, এরকম ঘটনা নজিরবিহীন এবং অত্যন্ত কলঙ্কজনক।
ওদিকে রাশিয়ার একজন আইনপ্রণেতা চেক প্রধানমন্ত্রীর এমন অভিযোগকে পুরোপুরি অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছেন।
প্রাগে অবস্থিত মার্কিন দূতাবাস চেক প্রজাতন্ত্রের মাটিতে ঘটে যাওয়া এরকম ঘটনার জবাবে দেশটির নেওয়া পদক্ষেপকে টুইটারে সমর্থন জানিয়েছে।