রাশিয়ায় স্মার্টফোন বিক্রি করবে না স্যামসাং
স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং রাশিয়ায় তাদের স্মার্টফোন ও চিপস বিক্রি স্থগিত করেছে। ‘চলমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে’ প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানায়। খবর বিবিসির।
স্যামসাংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান জটিল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রতিষ্ঠানটি পরবর্তী সিদ্ধান্ত নেবে।
চীনের শাওমি এবং যুক্তরাষ্ট্রের অ্যাপলের চেয়ে রাশিয়ায় স্যামসাংয়ের স্মার্টফোন বেশি জনপ্রিয়।
এদিকে, পণ্য বিক্রি স্থগিত করার পাশাপাশি ইউক্রেনকে মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে স্যামসাং। ইউক্রেনকে ৬০ লাখ মার্কিন ডলার দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে গ্রাহক ও কর্মীদের স্বেচ্ছাপ্রদত্ত অর্থও রয়েছে।
এদিকে, শুক্রবার আরেক শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফ্টও রাশিয়ায় তাদের পণ্য বিক্রি ও পরিষেবা স্থগিত করার ঘোষণা দেয়।
এ ছাড়া ফরাসি বিলাসবহুল পণ্য প্রতিষ্ঠান এলভিএমএইচ, হার্মিস, কারিং ও শ্যানেল রাশিয়ায় তাদের আউটলেট বন্ধ করেছে। অন্যদিকে, ডেনমার্কের শীর্ষ বিয়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কার্লসবার্গ রাশিয়ায় রপ্তানি ও বিনিয়োগ স্থগিত করেছে।