রাশিয়া-ইউক্রেন সফরের আগে তুরস্কে যাচ্ছেন জাতিসংঘপ্রধান
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রাশিয়া ও ইউক্রেনের যাওয়ার আগে তুরস্ক সফর করবেন। খবর বিবিসির।
জাতিসংঘের বিবৃতি অনুযায়ী, আন্তোনিও গুতেরেস আগামীকাল সোমবার তুরস্কের রাজধানী আঙ্কারা যাবেন। সেখানে তিনি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দেখা করবেন।
তুরস্ক থেকে জাতিসংঘের মহাসচিব মঙ্গলবার মস্কো যাবেন। সেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করবেন। এরপর জাতিসংঘের মহাসচিব রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভের সঙ্গে ‘ওয়ার্কিং লাঞ্চ’ (মধ্যাহ্নভোজ) করবেন।
এরপর আগামী বৃহস্পতিবার কিয়েভে যাবেন জাতিসংঘের মহাসচিব। সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গে দেখা করবেন।
ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধে তুরস্ক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে এবং এরই মধ্যে উভয় পক্ষের মধ্যে শান্তি আলোচনার আয়োজন করেছে।
এদিকে, ইউক্রেনের আগে জাতিসংঘের মহাসচিবের রাশিয়া সফরের সিদ্ধান্তের সমালোচনা করেছেন জেলেনস্কি।
জেলেনস্কি শনিবার বলেন, ‘ইউক্রেনে যুদ্ধ চলছে। মস্কোর রাস্তায় তো কোনো লাশ নেই। (তাই, জাতিসংঘপ্রধানের) প্রথমে ইউক্রেনে আসা যৌক্তিক হবে। এখানকার মানুষ এবং দখলদারত্বের পরিণতি দেখতে হবে।’