রাশিয়া থেকে মুক্ত লিম্যান শহরে মিলল গণকবরের সন্ধান
ইউক্রেনীয় কর্তৃপক্ষ সম্প্রতি বড় গণকবরের সন্ধান পেয়েছে। কয়েক সপ্তাহ আগে মুক্ত হওয়া লিম্যান শহরে একটি বড় গণকবরের সন্ধান পেয়েছে তারা। তবে, সেখানে কতটি মরদেহ রয়েছে তা স্পষ্টভাবে জানা যায়নি। খবর রয়টার্সের।
শনিবার ইউক্রেনের সেনারা লাইমানকে রুশ নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে। ইউক্রিনফর্ম নিউজ এজেন্সির একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বলেছে, কবরটিতে ১৮০টি মৃতদেহ রয়েছে।
আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেঙ্কো শুক্রবার একটি অনলাইন পোস্টে বড় গণকবরের তথ্য তুলে ধরে শুক্রবার টেলিগ্রামে জানান, রুশ সেনাদের হাত থেকে মুক্ত হওয়া লিম্যান শহরে একটি গণকবরের সন্ধান পেয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয়দের তথ্যানুযায়ী, গণকবরে সেনা ও বেসামরিক লোক থাকার সম্ভাবনা রয়েছে। তবে, কতজনকে হত্যার পর কবরস্থ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
গত কয়েক সপ্তাহ আগে দোনেস্ক অঞ্চলের লিম্যান শহরকে রুশ সেনাদের হাত থেকে মুক্ত করে ইউক্রেনের সেনারা।
রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ২৪ ফেব্রুয়ারির পর দখল করা অঞ্চলগুলোতে গণহত্যা চালানোর অভিযোগ তুলেছে ইউক্রেন। তবে, সবসময় এ অভিযোগ অস্বীকার করেছে মস্কো।
গত মাসে, ইউক্রেনের উত্তর-পশ্চিম খরকিভের ইজিয়াম শহরে একটি গণকবরের সন্ধান পাওয়া গিয়েছিল। সেখানে ৪৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।