রুশ টিভিতে যুদ্ধবিরোধী বার্তা দেওয়া সেই সাংবাদিককে জরিমানা
রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত একটি টেলিভিশনে যুদ্ধবিরোধী বার্তা প্রচার করা সাংবাদিক মারিনা ওভসিয়ান্নিকোভাকে মস্কোর ওস্তানকিনো আদালতে তোলা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
আর টেলিভিশনের পর্দায় এমন কর্মকাণ্ডের জন্য মারিনা ওভসিয়ান্নিকোভাকে ৩০ হাজার রুশ রুবল (২৪ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, আদালত মারিনা ওভসিয়ান্নিকোভাকে প্রতিবাদী আইন লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত করে এই দণ্ড প্রদান করেন।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত চ্যানেল ওয়ানের সরাসরি সংবাদ চলাকালে টেলিভিশনের পর্দায় সংবাদ পাঠিকার পেছনে মারিনা ওভসিয়ান্নিকোভা যুদ্ধবিরোধী বার্তা লেখা একটি প্ল্যাকার্ড নিয়ে আবির্ভূত হন। ওই প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘যুদ্ধ নয়, যুদ্ধ বন্ধ করুন, প্রপাগান্ডায় বিশ্বাস করবেন না, তারা এখানে আপনার সামনে মিথ্যা বলছেন।’
মারিনা ওভসিয়ান্নিকোভা ওই টেলিভিশন স্টেশনেরই একজন সম্পাদক।
রাশিয়ার টিভি সংবাদকে কড়া নিয়ন্ত্রণের মধ্যে রেখেছে ক্রেমলিন, ইউক্রেন যুদ্ধ নিয়ে কেবল সরকারি ভাষ্যই প্রচার করা হচ্ছে।