রুশ তেলের ডিপোতে হামলা শান্তি আলোচনায় ব্যাঘাত ঘটাবে : ক্রেমলিন
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার বেলগোরোদ শহরের তেলের ডিপোতে কিয়েভের সামরিক হেলিকপ্টারের চালানো হামলা দুদেশের মধ্যে চলমান শান্তি আলোচনা অব্যাহত রাখার জন্য সহায়ক হবে না।
শুক্রবার মস্কোতে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন বলে জানিয়েছে বিবিসি।
এর আগে রুশ কর্মকর্তারা জানান, ইউক্রেন সীমান্ত থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে বেলগোরোদ অঞ্চলের প্রশাসনিক রাজধানীতে শুক্রবার দুটি ইউক্রেনীয় হেলিকপ্টার হামলা চালিয়েছে। এতে একটি তেলের ডিপোতে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
তবে ইউক্রেন এখনও ওই হামলার দায় স্বীকার বা অস্বীকার করেনি।
সংবাদসংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বিবিসি জানায়, আলোচনায় হামলার প্রভাব পড়বে কি না বিষয়ে প্রশ্ন করা হলে পেসকভ বলেন, ‘অবশ্যই। এটি এমন কিছু নয়, যা আলোচনা অব্যাহত রাখার জন্য স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি করে বলে মনে করা যেতে পারে।’
তিনি আরও বলেন, ‘কর্তৃপক্ষ জ্বালানি সরবরাহ ব্যবস্থা পুনর্গঠিত করার এবং বেলগোরোদে জ্বালানি সরবরাহে ব্যাঘাত এড়ানোর সব চেষ্টা করছে।’
এদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, তার কাছে 'সামরিক তথ্য না থাকায়' তিনি হামলায় ইউক্রেনের জড়িত থাকার খবর নিশ্চিত বা অস্বীকার করতে পারছেন না।