রুশ প্রতিরক্ষামন্ত্রী ‘হৃদ্রোগে আক্রান্ত’, ‘কারণ’ জানাল ইউক্রেন
রুশ প্রতিরক্ষামন্ত্রী হৃদ্রোগে আক্রান্ত বলে দাবি করেছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা। খবর বিবিসির।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সেরগেই শোইগুকে গত ১১ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি। পরে তাঁকে ২৪ মার্চ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রকাশিত একটি ভিডিওতে খুব অল্প সময়ের জন্য দেখা গেছে।
রুশ প্রতিরক্ষামন্ত্রীর হার্ট অ্যাটাকের খবর ফেসবুকে জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো।
গেরাশচেঙ্কো ফেসবুকে লিখেছেন, ‘ইউক্রেন আক্রমণের সম্পূর্ণ ব্যর্থতার জন্য পুতিন শোইগুকে কঠোরভাবে দায়ী করেন। এর পরেই শোইগুর হার্ট অ্যাটাক হয়েছিল। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বলেও দাবি করেন গেরাশচেঙ্কো।
তবে, শোইগুর কথিত স্বাস্থ্য সমস্যার বিষয়টি নিশ্চিত করে রাশিয়ার পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি।