রোমানিয়ার প্রধানমন্ত্রীর অসতর্কতার ছবি ভাইরাল, গুনতে হলো জরিমানা
করোনাভাইরাসের কারণে রোমানিয়ায় চলমান সতর্কতা না মানায় জরিমানা গুনেছেন খোদ প্রধানমন্ত্রী লুডোভিক অরবান।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ে, তাতে দেখা যায়, নিজের কার্যালয়ে বসে ধূমপান করছেন প্রধানমন্ত্রী অরবান, কক্ষে রয়েছেন বেশ কয়েকজন মন্ত্রী। প্রধানমন্ত্রীসহ কারো মুখেই নেই মাস্ক। তবে মুখে পরা না থাকলেও টেবিলে পড়ে ছিল তাঁদের মাস্ক।
ওই ছবি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সম্মুখীন হন রোমানিয়ার প্রধানমন্ত্রী। তিন হাজার লেই জরিমানা পরিশোধ করেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ৫৮ হাজার ৫৩৭ টাকা। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানায় অস্ট্রেলিয়ার ক্যানবেরা টাইমস।
গত ২৫ মে ৫৭তম জন্মদিনে রোমানিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এসেছিলেন কয়েকজন মন্ত্রী। তাঁদের সঙ্গে সাক্ষাৎ ও ব্যক্তিগত খোঁজখবর নেন তিনি।
গত ১৫ মে টানা দুই মাসের লকডাউন শেষ হয় দেশটিতে। এর পর থেকে বর্তমানে ৩০ দিনের সতর্কতামূলক সময় চলছে। এখন গণপরিবহন ও বদ্ধ জনপরিসরে মাস্ক পরা বাধ্যতামূলক। আর ২০১৬ সাল থেকে দেশটিতে আবদ্ধ জায়গায় ধূমপান নিষিদ্ধ রয়েছে।
এ পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ২৫৩ জন। আর মোট আক্রান্ত ১৯ হাজার ১৩৩ জন।