রোহিঙ্গা দমনে মানবতাবিরোধী অপরাধ তদন্তে আইসিসির অনুমোদন
রোহিঙ্গা মুসলিমদের দমন অভিযানে মিয়ানমার সেনাবাহিনী মানবতাবিরোধী অপরাধ করেছে কি না, তা তদন্তের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।
প্রসিকিউশনের আবেদনে বিচারকরা এই অনুমোদন দিয়েছেন বলে গতকাল বৃহস্পতিবার আইসিসির এক বিবৃতিতে জানানো হয়েছে। ইরানি সংবাদমাধ্যম পার্স টুডে এ খবর জানিয়েছে।
মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ওপর ভয়াবহ নির্যাতন ও বর্বর হত্যাকাণ্ড চালানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশটির স্টেট কাউন্সিলর অং সান সু চির বিরুদ্ধে আর্জেন্টিনায় মামলা হওয়ার একদিন পর এ অনুমোদন পাওয়া গেল। আর্জেন্টিনায় মামলাটি করেছেন রোহিঙ্গাবিষয়ক ও লাতিন আমেরিকার বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন।
এরও আগে গত সোমবার জাতিসংঘের সর্বোচ্চ আদালতে মিয়ানমার সরকারের বিরুদ্ধে মামলা করেছে গাম্বিয়া। শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ও মিয়ানমারের সাবেক গণতান্ত্রিক আইকন সু চির বিরুদ্ধে রোহিঙ্গা নির্যাতন নিয়ে এটাই প্রথম কোনো আইনি পদক্ষেপ।
২০১৭ সালের আগস্ট থেকে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের নামে হত্যাযজ্ঞ চালায় মিয়ানমারের সামরিক বাহিনী। তাদের নৃশংসতা থেকে বাঁচতে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছে সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা মুসলিম।