লকডাউনে স্ত্রীদের ‘আজব’ পরামর্শ, মালয়েশিয়ার ক্ষমা প্রার্থনা
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল দিন দিন আরো দীর্ঘ হচ্ছে। বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বব্যাপী প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ হাজার ২৪১ জনে। চীন থেকে উৎপত্তি হওয়া এ ভাইরাস পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়েছে।
মহামারি এই করোনা থেকে বাঁচতে পৃথিবীর বহু শহর এরই মধ্যে লকডাউন করা হয়েছে। অনেক শহরে চলছে কারফিউ। সবার একটাই পরামর্শ—বাসায় থাকুন, নিরাপদ থাকুন।
এই লকডাউন পরিস্থিতিতে অনেকেই হাত ধোয়া, মাস্ক পরা কিংবা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিচ্ছেন। কিন্তু লকডাউন অবস্থায় হোম কোয়ারেন্টিনে থাকা স্ত্রীদের আজব দুই পরামর্শ দিয়ে সত্যিই বেকায়দায় পড়েছে মালয়েশিয়া সরকার। আর সেই পরামর্শ দিয়ে এরই মধ্যে নারী সমাজের কাছে ক্ষমাও চেয়েছে সরকার।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, করোনাভাইরাসের এই সময়টাতে বাসায় নারীদের উদ্দেশে বৈষম্যমূলক প্রথম পরামর্শটি হলো, বাসায় বেশি বেশি প্রসাধনী ব্যবহার করা। আর দ্বিতীয়টি হলো বাসায় অন্যের সঙ্গে বিরক্তিকর আচরণ থেকে বিরত থাকা।
বৈষম্যমূলক এ দুটি উপদেশ দেয় মালয়েশিয়া সরকারের নারী উন্নয়ন অধিদপ্তর। আর এ জন্য ক্ষমা চাইতে হয় সরকারের।
মালয়েশিয়া সরকারের এমন পরামর্শকে নারীদের বিরুদ্ধে বৈষম্যমূলক পরামর্শ আখ্যা দিয়েছে বিভিন্ন সংগঠন। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। তারপরই ক্ষমা চায় দেশটির সরকার। ক্ষমা চেয়ে ওই পোস্টটি মুছে ফেলে নারী উন্নয়ন অধিদপ্তর।
মহামারি করোনাভাইরাস আঘাত হেনেছে মালয়েশিয়াতেও। বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দুই হাজার ৯০০ জন। এ পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছেন ৫০ জন।