লকডাউন শিথিলের পর জার্মানিতে বাড়ছে সংক্রমণ
জার্মানিতে সরকারি হিসাবে দেখা গেছে, নভেল করোনাভাইরাসের সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। এদিকে দেশটি সতর্কতার সঙ্গে লকডাউন শিথিল করার উদ্যোগ নিয়েছে।
রোগ নিয়ন্ত্রণ বিষয়ক রবার্ট কোচ ইনস্টিটিউটের (আরকেআই) তথ্যমতে, সংক্রমণের হার আবারও বেড়ে হয়েছে ১.০। কিন্তু মধ্য এপ্রিলে সংক্রমণের হার ০.৭ এ নেমে এসেছিল। এ ছাড়া মৃত্যু হারও দিনদিন বাড়ছে।
আরকেআইয়ের তথ্যমতে, মঙ্গলবার এ হার বেড়ে হয়েছে ৩.৮ শতাংশ। অথচ ফ্রান্সসহ প্রতিবেশী অন্য দেশগুলোর তুলনায় জার্মানিতে এ হার যথেষ্ট কম ছিল।
সর্বশেষ তথ্য অনুযায়ী, জার্মানিতে আক্রান্তের সংখ্যা এক লাখ ৫৬ হাজার ৩৩৭ জন ও মারা গেছে পাঁচ হাজার ৯১৩ জন।
সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে কর্তৃপক্ষ। কারণ কেবল দেশটি লকডাউন কিছুটা শিথিল করার উদ্যোগ নিয়েছিল।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পান মহামারি নিয়ন্ত্রণে থাকার দাবি করেছিল। চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ও রাজ্যপ্রধানরা গত সপ্তাহে ছোটখাট দোকান খুলে দিতেও সম্মত হন। আগামী সোমবার থেকে স্কুলগুলো খুলে দেওয়ারও কথা রয়েছে।
তবে মার্কেল রাজ্য সরকারগুলোর প্রতি লকডাউন দ্রুত তুলে না দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন।