লকডাউন শিথিলে যেসব বিষয় মাথায় রাখছেন ইতালির প্রধানমন্ত্রী
করোনাভাইরাসে পর্যুদস্ত ইউরোপের দেশ ইতালি সাত সপ্তাহ আগে জনজীবনে যে কড়াকড়ি আরোপ করেছিল, তা শিথিলের পরিকল্পনা হাতে নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে। করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমে আসায় এমন পরিকল্পনা নিয়েছে ইতালি। গতকাল রোববার দেশটিতে করোনাভাইরাসে ২৬০ জনের মৃত্যু হয়। গত মাসের মাঝামাঝি সময় থেকে এদিনই সবচেয়ে কম মানুষের মৃত্যু হয়।
ইতালির প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে স্থানীয় গণমাধ্যম লা রিপাবলিকাকে জানিয়েছেন, আগামী ৪ মে থেকে খুলে দেওয়া হবে ইতালির পণ্য প্রস্তুতকারী শিল্প। তবে আগামী সেপ্টেম্বর পর্যন্ত দেশটির সব স্কুল বন্ধ রাখা হবে। সীমিত পরিসরে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন সাধারণ মানুষ। পার্কগুলোও খুলে দেওয়া হবে। মাস্ক পরে দূরত্ব বজায় রেখে চলতে হবে।
জিউসেপ কোঁতে বলেন, কৌশলী ব্যবসা, যেমন রপ্তানি প্রতিষ্ঠানগুলো আগামী সপ্তাহ থেকেই কাজ শুরু করতে পারে। তবে স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
টেলিভিশন বক্তব্যে প্রধানমন্ত্রী জিউসেপ কোঁতে যেসব ঘোষণা দিয়েছেন, তা হলো নিজেদের এলাকায় চলাচল করতে পারবেন মানুষ। মৃত ব্যক্তির শেষকৃত্য অনুষ্ঠান করা যাবে, তবে তা ১৫ জনের বেশি মানুষ নিয়ে নয়। ব্যক্তি পর্যায়ে খেলাধুলা ও প্রশিক্ষণ চলবে। শুধু ঘরে নয়, বাইরেও খেলতে পারবেন সবাই। পানশালা ও রেস্তোরাঁ খোলা যাবে, তবে শুধু পার্সেল দেবে। এখনকার মতো ডেলিভারি নয়, মানুষ গিয়ে খাবার আনতে পারবেন। খাবার শুধু ঘরে ও অফিসে খাওয়া যাবে। বাইরে খাবার খাওয়া যাবে না। সেলুন, বিউটি পার্লার, পানশালা ও রেস্তোরাঁগুলো আগামী ১ জুন থেকে পুরোদমে তাদের সব কার্যক্রম চালাবে। জাদুঘর ও পাঠাগার আগামী ১৮ মে থেকে চালু হবে। খেলোয়াড়দের দলীয় প্রশিক্ষণ আগামী ১৮ মে থেকে করা যাবে। তবে ইতালির প্রিমিয়ার ফুটবল লিগ সিরি আ শুরুর বিষয়ে কিছু বলা হয়নি।
করোনাভাইরাসে সর্বোচ্চ কাবু হওয়া ইউরোপীয় দেশ ইতালিতে এ পর্যন্ত এক লাখ ৯৭ হাজার ৬৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৬ হাজার ৬৪৪ জন। আর সুস্থ হয়ে উঠতে পেরেছেন ৬৪ হাজার ৯২৮ জন। আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন কমছে ফলে লকডাউনের শিথিলের পথে হাঁটছে ইতালি।
বিশ্বে করোনাভাইরাসে এ পর্যন্ত ২৯ লাখ ৯৪ হাজার ৯৫৮ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুই লাখ ছয় হাজার ৯৯৭ জন। আর সুস্থ হয়ে উঠতে পেরেছেন আট লাখ ৭৮ হাজার ৯২৩ জন। করোনাভাইরাসের পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য দিয়েছে।