লকডাউন শিথিল করার পথে নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডে করোনাভাইরাস প্রতিরোধে লকডাউনের সময়সীমা আরো এক সপ্তাহ বাকি রয়েছে। করোনা নিয়ন্ত্রণ অব্যাহত থাকলে এরপর বিধিনিষেধ শিথিল করা হবে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। আগামী সোমবার রাত পর্যন্ত নিউজিল্যান্ডে লকডাউনের কঠোর বিধিনিষেধের ঘোষণা দেওয়া হয়েছিল। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে এক বক্তৃতায় জেসিন্ডা আরডার্ন জানান, করোনা নির্মূলের লড়াইয়ে সুযোগ নিয়েছে নিউজিল্যান্ড। এবং নিউজিল্যান্ডে করোনায় আক্রান্তের সংখ্যা এতই কম যে, আক্রান্তরা ফোন দিলেই কথা বলতে পারেন তিনি।
জেসিন্ডা বলেন, ‘আমরা যা করেছি, খুব কম দেশই তা করতে পেরেছে। আমরা একটি বিপর্যয়ের ধাক্কা রুখে দিয়েছি। আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা ব্যক্তিদের হার অনেক কম।’
নিউজিল্যান্ডে এখন পর্যন্ত এক হাজার ৪৩১ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ১১ জনের। এ ছাড়া সুস্থ হয়েছে ৯১২ জন।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগ।
এদিকে করোনা নির্মূলে নিশ্চিত না হওয়া পর্যন্ত লকডাউন জারি রাখার পক্ষে মত দিয়েছেন অনেকে। তবে অর্থনৈতিক অবস্থাকে সচল রাখার জন্য অনেকেই আবার এ লকডাউনের বিধিনিষেধের বিপক্ষে। আগামী সোমবার রাত থেকে লকডাউনের বিধিনিষেধ শিথিল হওয়ার কথা রয়েছে। এটি লকডাউনের পক্ষে-বিপক্ষে মত দেওয়া দুপক্ষের মধ্যবর্তী অবস্থানকে নির্দেশ করছে।
এদিকে, বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৬৫ হাজার ৯৯৪। এ ছাড়া মোট আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ১২ হাজার ৪২৪ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ছয় লাখ ১৭ হাজার ১৩ জন।