লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইউক্রেনে ‘অভিযান’ চলবে : রাশিয়া
রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, ইউক্রেনে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। আজ শুক্রবার তিনি এ কথা বলেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দিমিত্রি পেসকোভ বলেন, ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিএনআর) ও লুহানস্ক পিপলস রিপাবলিকের (এলএনআর) লোকজনকে রক্ষা করাই এ অভিযানের মূল লক্ষ্য। তাদের সুরক্ষায় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেমতে ফলাফলও অর্জিত হয়েছে।’
ইউক্রেনের দুই শহর দোনেৎস্ক ও লুহানস্ক রাশিয়ার মদদপুষ্ট বিচ্ছিন্নতাবাদীদের দখলে চলে গেছে। তাদেরকে শক্তিশালী করতে কাজ করছে রাশিয়ার সরকার ও সামরিক বাহিনী। তবে, দুটি শহরেই এখন পর্যন্ত ইউক্রেনের বাহিনীর সঙ্গে রুশ ও বিচ্ছিন্নতাবাদীদের লড়াই চালু আছে।
দুই সপ্তাহের মধ্যে রাশিয়া গোটা লুহানস্কের দখল নিয়ে নেবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।