লন্ডনে মিয়ানমারের দূত বদলাল সামরিক জান্তা
মিয়ানমারের সামরিক জান্তা লন্ডনে দেশটির দূতাবাসে নতুন একজনকে ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
নতুন দূতের নাম জানায়নি তারা। অন্তর্বর্তীকালীন এ ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স’ আগের রাষ্ট্রদূত কেয়াও জোয়ার মিনের স্থলাভিষিক্ত হলেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারে অভ্যুত্থান হওয়ার পর কেয়াও জোয়ার মিন সামরিক জান্তার বিপক্ষে অবস্থান নিয়ে দেশটির নোবেলজয়ী নেত্রী অং সান সু চিকে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
মিয়ানমারের সামরিক জান্তা পরে জোয়ার মিনকে প্রত্যাহার করে নেয়; জান্তাপন্থিরা এপ্রিল থেকে তাঁকে দূতাবাসেও ঢুকতে দেয়নি।
শুক্রবার ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, দূতাবাসে নতুন ‘অন্তর্বর্তীকালীন চার্জ দ্য অ্যাফেয়ার্স’ নিয়োগ দেওয়ার এখতিয়ার মিয়ানমারের, এক্ষেত্রে যুক্তরাজ্য সরকারের সম্মতির প্রয়োজন হয় না।
‘যে দেশে দূতাবাস সে দেশের সম্মতির দরকার পড়ে না,’ বলেন এ মুখপাত্র।
শুক্রবার যুক্তরাজ্যও মিয়ানমারে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
মিয়ানমারে ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে ৯০০-র বেশি অভ্যুত্থানবিরোধী নিহত হয়েছে বলে জানিয়েছে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির সাম্প্রতিক ঘটনাবলীর ওপর নজর রাখা অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স।
আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারে সামরিক বাহিনীর দমনপীড়নের তীব্র নিন্দা জানিয়েছে, যুক্তরাজ্যের মতো অনেক পশ্চিমা দেশ দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞাও দিয়েছে।
যুক্তরাজ্যভিত্তিক সংগঠন মিয়ানমার অ্যাকাউন্টেবিলিটি প্রজেক্ট (এমএপি) কয়েকদিন আগেও লন্ডনে মিয়ানমার দূতাবাসে যাকেই নতুন প্রধান করা হোক না কেন, তাকে মেনে না নিতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছিল।