লাশের নগরী ফ্রান্সে একদিনে ১৩৫৫ জনের মৃত্যু
একদিনে করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর রেকর্ড গড়েছে ফ্রান্স। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ঝরে গেছে এক হাজার ৩৫৫ জনের প্রাণ। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ৩৮৭ জন। সূত্র : বিএনও।
দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৫৯ হাজার ১০৫ জন। আর সুস্থ হয়েছেন ১২ হাজার ৪২৪ জন।
বিএনওর তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ১০ লাখ ১৫ হাজার ৫০৫ জন। এঁদের মধ্যে বর্তমানে সাত লাখ ৪৯ হাজার ৫৩৫ জন চিকিৎসাধীন এবং ৩৭ হাজার ৬৫৩ জন (৫ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে দুই লাখ ১২ হাজার ৯৯১ জন (৮০ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ৫৩ হাজার ২৭১ জন (২০ শতাংশ) রোগী মারা গেছেন।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেওয়া করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২০৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, দুই লাখ ৪৪ হাজার ৭৭১ জন। সবচেয়ে বেশি মারা গেছে ইতালিতে, ১৩ হাজার ৯৭৪ জন।
গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।