লুহানস্ক অঞ্চলের লোকজনকে দ্রুত সরে যেতে বললেন গভর্নর
পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চল থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কার্যক্রম জোরদার করার আহ্বান জানিয়েছেন সেখানকার গভর্নর সেরহিই গাইদাই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
গভর্নর সেরহিই গাইদাই বলেছেন, লুহানস্কের বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ বাড়াচ্ছে রাশিয়ার বাহিনী। এক তৃতীয়াংশ লোক এখনও এলাকায় রয়ে গেছেন। তাদের জীবন চরম নিরাপত্তাহীনতার মুখে পড়েছে।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তৃতায় গভর্নর বলেন, ‘রুশ বাহিনী হামলার জন্য জড়ো হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, গোলাবর্ষণের পরিমাণ বেড়ে গেছে। অথচ ৩০ শতাংশ মানুষ এখনও এলাকায় রয়ে গেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইউক্রেনের পূর্বাঞ্চলে আগ্রাসনে মনযোগী হয়েছেন বলে সংবাদমাধ্যমে বলা হচ্ছে। এরই মধ্যে পূর্ব ইউক্রেনের লুহানস্কের এমন পরিস্থিতির খবর এলো।