লেবাননের জনপ্রিয় মডেলকে শ্বাসরোধে হত্যা
লেবাননের জনপ্রিয় মডেল জেইনা কঞ্জোকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রাজধানী বৈরুতের বাসা থেকে জেইনা কঞ্জোর মরদেহ উদ্ধার করা হয়।
গালফ নিউজ আজ সোমবার এক প্রতিবেদনে জানায়, জেইনা কঞ্জোর পরিবারের দাবি, জেইনার স্বামী ইব্রাহিম ঘাজাল এই মডেলকে হত্যা করেছেন।
এদিকে জেইনার বোন একটি ফোনকল রেকর্ড স্থানীয় টেলিভিশন চ্যানেলকে পাঠিয়েছে, যেখানে জেইনার স্বামী তার মুখ চেপে ধরে কণ্ঠরোধ করার চেষ্টা করছে বলে জেইনার বোনের অভিযোগ।
একাধিক সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, জেইনার হত্যার পর তাঁর স্বামী ইব্রাহিম ঘাজাল দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন।
প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় তাদের করা বিভ্রান্তিমূলক পোস্টগুলোতে একটি আদর্শ সম্পর্ক দেখানো হলেও তাঁরা সুখী দাম্পত্য জীবনে ছিলেন না। জেইনা এরই মধ্যে পারিবারিক সহিংসতার জেরে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন।
এদিকে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা জেইনার হত্যার নিন্দা জানিয়ে বলেছে যে, পারিবারিক সহিংসতার ঘটনায় কর্তৃপক্ষ বারবার নারীদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে।