লেবাননের তথ্যমন্ত্রীর পদত্যাগ
বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনার জেরে লেবাননে রাজনৈতিক ও অর্থনৈতিক টালমাটাল অবস্থার মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ।
রোববার স্থানীয় সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মানাল নিজের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে।
বিবৃতিতে চলমান প্রেক্ষাপটে যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় লেবাননের জনগণের কাছে ক্ষমাও চেয়েছেন মানাল। বিবৃতিতে এই মন্ত্রী বলেন, ‘বৈরুতে বিরাট বিপর্যয়ের পর আমি সরকার থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।’
গত মঙ্গলবার রাজধানী বৈরুত বন্দরের পাশে ভয়াবহ বিস্ফোরণে ১৫৭ জনের মৃত্যু হয়। এখনো নিখোঁজ অন্তত ৬০ জন। আহত হয়েছেন অন্তত ছয হাজারের বেশি মানুষ।
এই বিস্ফোরণে চরম রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে পড়েছে ভূ-মধ্যসাগরীয় দেশ লেবানন। মানাল প্রথম ব্যক্তি যিনি এই ঘটনার জের ধরে লেবানন সরকারের মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করলেন।
এদিকে, চলমান সংকট থেকে বের হতে আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াব।