লেবাননের সাবেক প্রধানমন্ত্রী হারিরি হত্যা মামলার রায়ের তারিখ পেছাল
লেবাননের রাজধানী বৈরুতের বন্দর এলাকায় গত মঙ্গলবারের বিস্ফোরণের ঘটনায়, দেশটির সাবেক প্রধানমন্ত্রী রফিক আল-হারিরি হত্যা মামলার রায়প্রদান আগামী ১৮ আগস্ট পর্যন্ত স্থগিত করেছে জাতিসংঘ সমর্থিত ট্রাইব্যুনাল। সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস এ খবর জানিয়েছে।
এদিকে, বৈরুতে বিস্ফোরণের ঘটনাস্থলে এখনো চলছে উদ্ধারকাজ, গৃহবন্দি করা হয়েছে বৈরুত বন্দর কর্মকর্তাদের। আর, নিহতের সংখ্যা বেড়ে ১৩৫ জন এবং আহতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। লেবানন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চারজন নিহত ও ৯৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননের বাংলাদেশি দূতাবাস।
গত মঙ্গলবারের বিস্ফোরণের পর লেবাননের রাজধানী বৈরুতের বন্দর এলাকার চারদিকে ছিল শুধু ধ্বংসস্তূপ। এখনো সেখানে চলছে উদ্ধার তৎপরতা। বৈরুতের রাস্তাঘাটগুলোতে শুধুই ধ্বংসের চিহ্ন।
বৈরুতের অধিবাসী বান্দালি গারাবি বলেন, ‘লেবাননের আর কোনো ভবিষ্যত নেই। যদি একটা নৌকা পেতাম, তাহলে সে নৌকা নিয়ে লেবানন ছাড়তাম। এখানে বসবাস করার কোনো সুযোগ নেই।’
বৈরুতের হাসপাতালে এখনো চিকিৎসা নিতে দেখা যাচ্ছে আহতদের। শিশুর কান্নায় ভারি হয়েছে উঠেছে পরিবেশ।
বৈরুতে বিস্ফোরণের ঘটনায় হতাহতের শিকার হয়েছেন লেবানন প্রবাসী বাংলাদেশিসহ জাতিসংঘের শান্তিরক্ষায় কাজে নিয়োজিত কর্মীরা।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র ফারহান হক বলেন, ‘বিস্ফোরণে হতাহতদের পরিবারের প্রতি জাতিসংঘ গভীর শোক জানাচ্ছে। আহতদের দ্রুত আরোগ্য লাভে সর্বোচ্চ চিকিৎসা সহায়তা দেবে জাতিসংঘ।’
বিস্ফোরণের ঘটনাস্থল পরিদর্শন করেছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। ঘোষণা করেছেন জরুরি অবস্থা। বৈঠক করেছেন দেশটির প্রধানমন্ত্রী হাসান দিয়াবের সঙ্গে। এদিকে, তদন্তের স্বার্থে বন্দর কর্মকর্তাদের গৃহবন্দি করার কথা জানিয়েছে লেবানন সরকার।
লেবাননের তথ্যমন্ত্রী মানাল আবদেল সামাদ বলেন, ‘২০১৪ সালের জুন থেকে বৈরুতের ওই মজুদাগারে অ্যামোনিয়াম নাইট্রেট রাখা হয়েছিল। এর দায়দায়িত্ব ছিল বন্দর কর্তৃপক্ষের। তদন্তের স্বার্থে তাদের গৃহবন্দি করা হয়েছে।’
এদিকে, বৈরুতে বিস্ফোরণ ঘটনার প্রতিক্রিয়ায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও সুন্নি ধনকুবের রফিক আল দ্বীন আল হারিরি হত্যার বিচার কার্যক্রম আগামী ১৮ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘ-সমর্থিত বৈচারিক ট্রাইব্যুনাল ২০০৫ সালের ওই হত্যাকাণ্ডেরর বিচার কার্যক্রম গতকাল বুধবার স্থগিতের ঘোষণা দেয়। আগামীকাল শুক্রবার লেবাননের সাবেক প্রধানমন্ত্রী হারিরি হত্যায় জড়িত শিয়াপন্থি চার হিজবুল্লাহ নেতার বিরুদ্ধে রায় ঘোষণার কথা ছিল আদালতের।