লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে সংঘর্ষ ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার আট
লেবাননের উত্তরাঞ্চলে একটি সিরীয় শরণার্থী শিবিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর সেখানে অগ্নিসংযোগ করেছে একটি পক্ষ। রোববার ভোরে সিরিয়া ও লেবাননের শরণার্থী পক্ষের মধ্যে ওই সংঘর্ষ হয় বলে জানায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক এজেন্সি (ইউএনএইচসিআর)।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় মোট আটজনকে গ্রেপ্তার করেছে লেবাননের সেনাবাহিনী। তাদের মধ্যে দুজন লেবাননের এবং অপর ছয়জন সিরিয়ার নাগরিক।
এই সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের পর সিরিয়ার শরণার্থীদের একটি তাবুতে আগুন ধরিয়ে দেয় লেবাননের শরণার্থীরা।
সেখান থেকে পুরো শরণার্থী শিবিরটিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়।
উল্লেখ, ২০১১ সালে ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৫ লাখ সিরীয় পালিয়ে এসে লেবাননের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নেয়।