শপথ নিলেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট গোতাবায়া
শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে আজ সোমবার শপথ নিয়েছেন দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গোতাবায়া রাজাপাকসে।
গোতাবায়া রাজাপাকসে, শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ভাই, গত শনিবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর আজ প্রধান বিচারপতি তাঁকে শপথবাক্য পাঠ করান।
নির্বাচনে মূলত লড়াইটা হয়েছে রাজাপাকসে ও প্রেমাদাসা পরিবারের মধ্যে। নির্বাচনের ফল বলছে, তামিল গেরিলাদের হারিয়ে ২৬ বছরের গৃহযুদ্ধ অবসানের নায়ক গোতাবায়া রাজাপাকসে ৫২.২৫ শতাংশ ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ৫২ বছরের সাজিথ প্রেমাদাসা পেয়েছেন ৪৫.২ শতাংশ ভোট।
নির্বাচনে জয়ের পর বার্তা সংস্থা এএফপিকে ৭০ বছর বয়সী গোতাবায়া বলেন, ‘নির্বাচনের মূলমন্ত্র হলো, শুধু সংখ্যাগরিষ্ঠ সিংহলীদের ভোট পেয়েই আমি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি। আমি জানতাম, শুধু সংখ্যাগরিষ্ঠ সিংহলীদের ভোটেই আমি নির্বাচিত হতে পারব। কিন্তু তামিল ও মুসলিমরাও আমার এই সফলতার অংশীদার। তাদের এমন সমর্থন আমি প্রত্যাশাও করিনি। এক শ্রীলঙ্কা গঠনে আমি তাঁদের আমার সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’